বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ৯৯ বছরের বৃদ্ধকে মারধর করে ২০ হাজার ডলার লুট

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ৯৯ বছরের এক বৃদ্ধকে মারধর করে ২০ হাজার ডলার লুটের ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ম্যানহাটনের ওয়াশিংটন হাইটসের অডুবন অ্যাভিনিউতে সোমবার এ ঘটনা ঘটেছে।প্রতিবেদনে বলা হয়, মারধর ও অর্থ লুটে জড়িতকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী বৃদ্ধ একটি আবাসিক ভবনের প্রবেশ দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন।এমন সময় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এগিয়ে এসে বৃদ্ধকে পাকড়াও করে।পরে গলায় আগ্নেয়াস্ত্র তাক করে ভবনের ভেতরে একটি অফিসে বৃদ্ধকে নিয়ে যায় দুর্বৃত্ত। সেখান থেকে ২০ হাজার ডলার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারী।হামলায় ভুক্তভোগীর হাতের দুটি আঙুল ভেঙে যায় বলে জানায় পুলিশ।মারধরের শিকার বৃদ্ধকে নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান/কলাম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে।সন্দেহভাজনকে খুঁজে পেতে স্থানীয় জনসাধারণের সহায়তা চেয়েছে এনওয়াইপিডি।বাহিনীটি জানায়, সন্দেহভাজনকে সর্বশেষ কালো স্কি মাস্ক, কালো দস্তানা, ধূসর রঙের সুয়েটার, কালো সোয়েটপ্যান্ট ও সাদা স্নিকার্স পরা অবস্থায় দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102