টানা বৃষ্টির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
টানা পাঁচ ঘণ্টার বৃষ্টিপাতে নিমজ্জিত কলকাতা। নাকাল শহরবাসী। কলকাতা ও শহরতলিতে দুর্ঘটনায় সাত-আটজনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতা পর বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা।মঙ্গলবার শহরের যেসব রাস্তায় ব্যাপক পানি জমে যানচলাচলে সমস্যা হয়েছিল, সেগুলোর অনেকটাই বুধবার স্বাভাবিক হয়েছে। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় জলাবদ্ধতা রয়েছে।বিভিন্ন জায়গায় জমে থাকা পানি ও বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাত-আটজন মারা গেছেন।সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় পশ্চিমবঙ্গের রাজধানীতে। মঙ্গলবার ভোর হতে তা চরমে পৌঁছে যায়। ১ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারেরও বেশি। কয়েকটি জায়গায় তিন ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির রেকর্ড করা হয়েছে।দুর্গাপূজার কয়েক দিন আগে এমন ভারী বৃষ্টি ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। এখনও ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন রাস্তা, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিটের কিছু অংশে পানি জমে রয়েছে। কাঁকুড়গাছি আন্ডারপাসসহ একাধিক আন্ডারপাসে এখনো পানি রয়েছে। এজেসি বোস রোড সংলগ্ন মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট, লর্ড সিংহ রোড, হাঙ্গারফোর্ড স্ট্রিট, গড়িয়াহাটের আইটিআই সংলগ্ন এলাকা—এসব জায়গায় পানি পুরোপুরি নামেনি।তবে পাম্পের সাহায্যে দ্রুত জল বের করার কাজ চলছে।মঙ্গলবার সকালে ভারী বৃষ্টির কারণে সিআর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড, এমজি রোড ক্রসিং, মুক্তারামবাবু স্ট্রিট, কাঁকুড়গাছি ও পাতিপুকুর আন্ডারপাস, দমদম আন্ডারপাস, রবীন্দ্র সরণির বিভিন্ন এলাকা, এন্টালি, থিয়েটার রোড, ল্যান্সডাউন রোড, হাইড রোড, দরগা রোড, সিআইটি রোড, বালিগঞ্জ, গড়িয়াহাট, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট এবং কসবার বহু এলাকায় পানি জমে যায়। বুধবার সকালে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে, তবে বাকি রাস্তাগুলোতে জল নামার অপেক্ষা চলছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..