সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে যান্ত্রিক ত্রুটি, সেবা ব্যাহত

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
বৈদ্যুতিক গোলযোগের কারণে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম দুই দিন ধরে স্থবির হয়ে পড়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাসপোর্ট সেবার জন্য আসা শতাধিক মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সার্ভারের সমস্যার সমাধান না হলে কোনো আবেদন গ্রহণ বা নতুন কাজ করা সম্ভব নয়।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আংশিক মেরামতের পর সীমিত আকারে পাসপোর্ট ডেলিভারি শুরু হলেও আবেদন গ্রহণসহ পূর্ণাঙ্গ কাজ এখনও স্বাভাবিক হয়নি।অফিস সূত্র বলছে, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ক্ষতিগ্রস্ত হয়ে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে টানা দুই দিন পাসপোর্টের আবেদন ও ডেলিভারি বন্ধ থাকায় কয়েক শতাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট অফিসের গেট ও আশপাশে লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। দামুড়হুদা, জীবননগর, আলমডাঙ্গা ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অনেকে ভোরে এসে সার্ভার সচল হওয়ার অপেক্ষায় অনেকেই দাঁড়িয়ে ছিলেন।দামুড়হুদার আবেদনকারী স্বাধীন হাসান বলেন, আবেদন জমা দিতে এসে সারাটা দিন লাইনে কাটাতে হয়। আজ আবার কিছুই হলো না।জীবননগরের শাকিল মাহমুদ জানান, ভোর ৬টায় রওনা হয়ে এসে দেখি সকাল ৯টার দিকে আনসার সদস্যরা বলছেন—সার্ভারের সমস্যা থাকায় আজ কোনো কাজ হবে না, কালকে আসতে হবে।অনেকেই সমাধানের আশায় অপেক্ষা করেও কাজ না হওয়ায় ফিরে যান।এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন সেবাগ্রহীতা বাইরে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এস এম জাকির বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সার্ভারের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকার টেকনিশিয়ানরা এসে কাজ করছেন। দুপুর থেকে সীমিত আকারে ডেলিভারি শুরু হয়েছে, তবে ছবি তোলাসহ পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হতে সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102