শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে দেড় গুণ, আক্রান্ত দ্বিগুণ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দেড় গুণ বেশি এবং আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত উপাত্ত বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১২৫ জন মারা গেলেও এ বছর একই সময়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। আক্রান্তের সংখ্যা গত বছর ছিল ২৩ হাজার ১০৮, আর চলতি বছর ভর্তি হয়েছে ৪১ হাজার ৮৩১ জন।

মাসভিত্তিক চিত্র

উপাত্ত অনুযায়ী, চলতি বছরের জুন, জুলাই ও আগস্টে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার কয়েকগুণ বেড়েছে।

২০২৫ সালের জুনে আক্রান্ত ছিল ৫ হাজার ৯৫২ জন, যা আগের বছরের তুলনায় সাতগুণের বেশি।

জুলাইয়ে আক্রান্ত হয় ১০ হাজার ৬৮৪ জন, যেখানে গত বছর সংখ্যা ছিল মাত্র ২ হাজার ৬৬৯। মৃত্যুও বেড়ে দাঁড়ায় ৪৮-এ, যা চার গুণ বেশি।

আগস্টে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৯৬ এবং মৃত্যু ৩৯। গত বছর একই মাসে মৃত্যু হয়েছিল ১২ জনের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, ‘চলতি বছরের শুরু থেকেই সমীক্ষায় এডিস মশার ঘনত্ব বেশি বলে সতর্ক করা হয়েছিল। কিন্তু কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়নি। মশার প্রজনন স্থান ধ্বংস, কার্যকর ওষুধ ছিটানো কিংবা টিকার উদ্যোগ—কিছুই হয়নি। সিটি করপোরেশন ও স্থানীয় সরকারের সংস্থাগুলো কার্যত নিষ্ক্রিয় থেকেছে।’

তিনি আরও বলেন, আগাম প্রস্তুতি না থাকায় এ বছর ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

হাসপাতালের পরিস্থিতি

ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। শয্যার তুলনায় দ্বিগুণ রোগী চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘শয্যার চেয়েও দ্বিগুণ রোগী ভর্তি। প্রতিদিনই নতুন রোগী আসছেন। পুরুষের তুলনায় নারী রোগী বেশি। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।’

ডেঙ্গুর প্রকোপ বাড়বে বলে আগেই ধারণা করা হলেও প্রতিরোধমূলক পদক্ষেপের অভাবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। চিকিৎসকরা বলছেন, এখন কার্যকর মশা নিয়ন্ত্রণ, জনসচেতনতা ও জরুরি ভিত্তিতে স্বাস্থ্য খাতে সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102