গতকাল পিরোজপুরের পুনাক হোটেল নায়োরীতে অনুষ্ঠিত হলো ভিন্নমাত্রা লেখক ফোরাম কর্তৃক আয়োজিত জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিন্নমাত্রা লেখক ফোরামের চেয়ারম্যান, কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি ছিলেন আশির দশকের বিশিষ্ট কবি ও সাহিত্য সংগঠক মুস্তফা হাবীব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক এবং উদ্বোধন করেন ভিন্নমাত্রা লেখক ফোরামের মহাসচিব, লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পিরোজপুর জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মনিরুল ইসলাম খান মনির, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আযাদ আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ ও ডা. এস কে দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ শামসুদ্দোহা।
প্রধান অতিথি কবি মুস্তফা হাবীব বলেন, “ভিন্নমাত্রা লেখক ফোরাম লেখকদের জন্য একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করবে, যা লেখক সমাজকে ব্যাপকভাবে উপকৃত করবে।”
প্রধান আলোচক মোহাম্মদ ওমর ফারুক উল্লেখ করেন, “একজন লেখকের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে গভীর জ্ঞান থাকা জরুরি। ভিন্নমাত্রা সেই দায়িত্ব পালন করবে।”
উদ্বোধক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ বলেন, “ফোরামটি যুগের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে।”
সভাপতি কবি মাসুম বিল্লাহ জানান, “পিরোজপুর জেলা কমিটির মাধ্যমে ভিন্নমাত্রা লেখক ফোরামের কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে।”
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ৩১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।
প্রধান পদগুলো হলো –
সভাপতি: কবি ফরিদা ইয়াসমিন নারগিস
সহ-সভাপতি: কবি মুহাম্মাদ শহীদুল ইসলাম (কবিতার ফেরিওয়ালা মুসাফির) ও কবি দিলীপ কুমার মাঝি
সাধারণ সম্পাদক: কবি মোহাম্মদ শামসুদ্দোহা
সহ-সাধারণ সম্পাদক: কবি মনোজ দেবনাথ
সাংগঠনিক সম্পাদক: কবি সালেহা পারভীন হীরা
সাহিত্য সম্পাদক: হামিদা আক্তার পপি
অর্থ সম্পাদক: রাহাত হাওলাদার
সমাজকল্যাণ সম্পাদক: আবুল হোসেন
প্রচার সম্পাদক: আশরাফুল ইসলাম
উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক মো. দেলোয়ার হোসেন, ডা. এস কে দাস এবং মুক্তিযোদ্ধা মো. আ. রহমান হাওলাদার প্রমুখ।