শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

উত্তরায় বৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষিত জাতি গড়লেই সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব: এম কফিল উদ্দিন আহমেদ।ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, একটি শিক্ষিত জাতিই পারে উন্নত রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিতে। দেশের আগামী প্রজন্মকে মেধা, সততা ও নৈতিকতার শিক্ষা দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং প্রধান শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কফিল উদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো স্থানে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। কিন্তু তাদের মেধাকে বিকশিত করতে সঠিক দিকনির্দেশনা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং শিক্ষকদের মর্যাদা রক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সকলকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডা. দিলকুশা আহমেদ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102