বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চলতি বছর উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।

কমিশনার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ জানান, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও সার্বিক নিরাপত্তা থাকবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার দর্শনার্থীদের সুবিধার্থে সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন এবং অগ্নি–নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেন। আরেক অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব–অপতথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102