রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর আনুমানিক তীব্রতা ছিল ৫.৯।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে ভবন থেকে বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই কম্পন শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী নেপাল, ভারত, মায়ানমার, ভুটান ও চীনের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মূল ভূমিকম্পের পর আফটারশক হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি টিম মাঠে নেমেছে।