বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

শিক্ষিত নারীই সমাজ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দেয়: দিলারা জামান

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

গত শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”-এর অঙ্গসংগঠন নয়লি ফাউন্ডেশন আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া আফরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাদিয়া আফরিন জানান, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নয়লি ফাউন্ডেশন “মেইডেন” নামে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম এবং দক্ষতা অর্জনের পর কর্মসংস্থানে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে দিলারা জামান বলেন, “একজন নারী শিক্ষিত ও অভিজ্ঞ হয়ে উঠলে, সেই সমাজ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে যায়। আজ যারা সনদপত্র অর্জন করেছেন, তারা আগামী দিনে নিজেদের দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবেন। নারীর ক্ষমতায়ন মানে শুধু নারী নয়, পুরো সমাজের অগ্রগতি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও মাসিক ভিন্নমাত্রা সম্পাদক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, “বাংলাদেশে নারীরা আজ আর পিছিয়ে নেই। বিমানের পাইলট থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার—সবক্ষেত্রেই নারীরা অবদান রাখছেন। একমাত্র ইসলামই নারীর অধিকার সুরক্ষিত করেছে।”

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিমা খাতুন, সভাপতি, রিয়েল ভিউ। একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে সফলতার শিখরে পৌঁছানোর বিরল দৃষ্টান্ত তিনি।

অনুষ্ঠানে বক্তারা নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নিতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরে সনদপ্রাপ্ত নারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের সাথে নয়লি ফ্যাশনের চুক্তি স্বাক্ষরিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন—বাংলাদেশের কারুশিল্প ও শিল্পকর্ম একদিন বৈশ্বিক পর্যায়ে শীর্ষ স্থানে পৌঁছাবে। ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102