তিন বছর ধরে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগে পৌরবাসী
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
রংপুরের পীরগঞ্জে প্রায় তিন বছর ধরে বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ রেখেছে পৌরসভা। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌর এলাকার বাসিন্দারা। জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ‘পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থা উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় ২০ কোটি টাকা ব্যয়ে পীরগঞ্জ পৌরসভায় তিনটি পাম্প বসানো হয়। ওই সময়ে আওয়ামী লীগ সরকারের পলাতক মেয়র তাজিমুল ইসলাম শামীম ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আল মামুন ওই প্রকল্প থেকে অনৈতিকভাবে আর্থিক সুবিধা নেন।২০২২ সালে পৌর এলাকার ওসমানপুর মৌজার পীরগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে সাবেক কাউন্সিলর সাহেব আলীর জমিতে, সোনাকান্তর মৌজায় লাল মিয়ার জমিতে এবং গাড়াবেড় জামে মসজিদের সামনে এই তিনটি স্থানে পানির পাম্প বসানো হয়। প্রায় চার মাস পৌরবাসীর মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। কিন্তু অদৃশ্য কারণে ২০২২ সালের ১১ নভেম্বর হঠাৎ পানি সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর আর তা চালু করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রকল্পের বাস্তবায়নে স্বচ্ছতা ছিল না। বিশেষ করে জনস্বাস্থ্য অধিদপ্তর, পৌর মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল রহিম প্রকল্পটি থেকে মোটা অঙ্কের উৎকোচ নেন। ফলে কাজটি সফলভাবে সম্পন্ন হয়নি।পৌরসচিব আব্দুর রহিম বলেন, পৌরবাসী পানির বিল না দেওয়ায় অপাতত বন্ধ রয়েছে।পাশাপাশি পানি সরবরাহে যান্ত্রিক ত্রুটিও দেখা দিয়েছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..