বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাল উপদেষ্টা পরিষদ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।এর আগে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।এ সভায় ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদ সভার সভাপতিত্ব করেন।গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়। যদিও ফল ঘোষণার আগে ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হন। সেসময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।পরদিন সকালে ডাকসু নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করেন।এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস ও এজিএসসহ অধিকাংশ পদে জয়ী হন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102