বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে সুস্থ, যোগ্য ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমাদের নতুন প্রজন্মই হবে আগামী দিনের নেতৃত্ব। তাই ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আমরা সর্বদা পাশে থাকবো।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মিরপুর সাড়ে এগার রংধনু কনভেনশন সেন্টারে রূপনগর হাই স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন, রূপনগর থানা বিএনপির আহবায়ক জনাব জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, অলিউল হাসানাত তুহিন মাষ্টার,খায়রুল আলম নয়ন। সভায় সভাপতিত্ব করেন রূপনগর হাইস্কুলের সভাপতি মমতাজ বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম.অলিউল হাসানাত তুহিন। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক তানজিলা হাসানাত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102