বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

উত্তরায় খাল পরিষ্কারে আফাজ উদ্দিনের ঝড়ো নেতৃত্ব

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন নিজ হাতে খাল পরিষ্কার করে কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় সারাদেশে যে মাসব্যাপী কর্মসূচি চলছে, এর উদ্দেশ্য জনগণকে একত্রিত করা এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার বার্তা পৌঁছে দেওয়া।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে সারাদেশে আমূল পরিবর্তন আসবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেক এলাকায় সামাজিক কাজে এগিয়ে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সর্বদা ন্যায়ের পক্ষে থাকতে হবে। তাহলেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করে সুন্দর ও আদর্শ ঢাকা-১৮ আসন গড়ে তুলতে পারব।”

কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা অভিমত দেন, আফাজ উদ্দিনের সক্রিয় নেতৃত্ব ও প্রত্যক্ষ অংশগ্রহণ তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102