বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এর আগে নির্বাচনী প্রচারণার শেষ দিন পালন হচ্ছে রোববার (৭ সেপ্টেম্বর)। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা শেষবারের মতো তাদের প্রচারণা চালাতে পারবেন।

প্রচারণা ঘিরে ক্যাম্পাসজুড়ে ইতোমধ্যেই লিফলেট, পোস্টার ও ব্যানারের ছড়াছড়ি দেখা গেছে। এসব প্রচারণাসামগ্রীতে ক্যাম্পাস অগোছালো হয়ে পড়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক ওয়াসী তামি শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী ছাত্রদল ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা একযোগে কাজ করবেন। তাদের দাবি, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণার মাঠে সব ছাত্র সংগঠনই সরব রয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দশক পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102