বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

নাম কী, কোন হল? সালাম-কালাম নেই

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসজুড়ে। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য। প্রার্থী ও ভোটাররা নিজেদের মতো করে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আলোচনায় আসছেন।

এবার নির্বাচনী আমেজকে আরও রঙিন করেছে একটি র‌্যাপ গান—“আইলো ডাকসু নির্বাচন”। গানটি ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। এর কথাগুলো লিখেছেন সাইফ আলি, সুর করেছেন এ বি এম নোমান আজাদ। কণ্ঠ দিয়েছেন নোমান, রাজিব, নাজমুল ও আমির হামজা। গানটির প্রযোজনায় ছিল ধানশালিক স্টুডিও।

র‌্যাপ গানের ভিন্নধর্মী পরিবেশনা শিক্ষার্থীদের আকৃষ্ট করছে। গানটির সুর, তালে এবং কথায় ফুটে উঠেছে ডাকসু নির্বাচনে শিক্ষার্থী চাওয়া-পাওয়া।

গানটির প্রথম অংশে গাওয়া হয়েছে, এই ছোটভাই, শোনো। নাম কী, পরিচয়, কোন হল? কই থাকা হয়ে সালাম-কালাম নেই, ডান নেই বাম নেই। চোখমুজে হেঁটো বুঝি তারা-তুরা গুনো। কী যে কন ভাই চিন্তার মধ্যে ডুইবা ছিলাম খেয়াল করি নাই।

শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন। নায়িম মিধা নামে এক ব্যবহারকারী লিখেছেন, অসাধারণ! ইনশাআল্লাহ একদিন শান্তি ফিরে আসবে। আরকে ব্যবহারকারী লিখেছেন, এমন নাটক, কৌতুক, গান ও অভিনয় দিয়ে ডাকসুর প্রচার করা দরকার বেশি বেশি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102