বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

গাঁজা বৈধতা দেওয়া অনুতিনই সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
ডানপন্থী থাই ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুলকে শুক্রবার সংসদে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে প্রভাবশালী জনকেন্দ্রিক শিনাওয়াত্রা বংশকে কার্যত ক্ষমতা থেকে উৎখাত করা হলো।গত দুই দশক ধরে থাই রাজনীতিতে শিনাওয়াত্রাদের প্রভাব বিরাজমান ছিল, যারা রাজতন্ত্রপন্থী ও সামরিকপন্থী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ছিলেন, যেগুলো তাদেরকে ঐতিহ্যবাহী সামাজিক ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখে। তাদের পেউ থাই দল ২০২৩ সালের নির্বাচনের পর থেকে শীর্ষ পদ দখল করেছিল।তবে তারা একাধিক প্রতিবন্ধকতা ও আদালতের রায়ে বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে গত সপ্তাহে বংশপরিচিতি উত্তরাধিকারী পেতংতার্ন শিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়।নির্মাণ ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুল ক্ষমতার শূন্যতা ব্যবহার করে বিরোধী ব্লকের জোট গঠন করেন ও পেউ থাইকে সরিয়ে দেন। বংশের কুলপতি থাকসিন শিনাওয়াত্রা শুক্রবারের ভোটের কয়েক ঘণ্টা আগে রাজ্য ত্যাগ করে দুবাই যাচ্ছেন, যেখানে তিনি বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন।সরকারি চূড়ান্ত ফলাফলের অনুযায়ী, জাতীয় পরিষদের নিম্নকক্ষে ৪৯২ এমপির মধ্যে ৩১১ ভোট পেয়ে সহজ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন অনুতিন—যা স্পষ্টভাবে পেউ থাই দলের প্রার্থীর চেয়ে অনেক বেশি।ডেপুটি হাউস স্পিকার চালাদ খামচুয়াং বলেন, ‘সংসদ অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন করেছে।’ তবে অনুতিনের পদোন্নতি থাই রাজার অনুমোদন পেলেই আনুষ্ঠানিক হবে।অনুতিন ভূমজাইথাই দলের নেতা ও পূর্বে তিনি ডেপুটি প্রধানমন্ত্রী, অভ্যন্তরীণমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তবে ২০২২ সালে গাঁজা বৈধকরণের প্রতিশ্রুতি পূরণ করার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।ভোটে তিনি সবচেয়ে বড় সংসদীয় ব্লক, ১৪৩ আসনের পিপলস পার্টির সমর্থন পেয়েছেন। তবে সংসদ চার মাসের মধ্যে ভেঙে নতুন নির্বাচন করার শর্তে কেবল এই সমর্থন দেওয়া হয়েছিল।অনুতিনের মেয়াদ হয়তো সংক্ষিপ্ত হলেও উবন রচাথানি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী তিতিপল ফাকদেওয়ানিচ ভবিষ্যদ্বাণী করেছেন, তার ক্ষমতা ‘আরো রক্ষণশীল থাইল্যান্ড’ গড়ে তুলবে।পেউ থাই নিজস্ব প্রার্থী হিসেব চৈকাসেম নিটিসিরিকে চেয়েছিলেন, যিনি পূর্বের শিনাওয়াত্রা প্রধানমন্ত্রী কর্তৃক ন্যায়বিচারমন্ত্রী ছিলেন। তবে তিনি মাত্র ১৫২ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102