সুনামগঞ্জে জমিয়ত নেতা নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপ্রত্যাশী ও দলটির জেলা শাখার সহসভাপতি মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। পুলিশ ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগরে অবস্থিত নিজ বাসভবন থেকে সুনামগঞ্জ শহরের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে গতকাল বুধবার থানায় সাধারণ ডায়েরি করেন।এদিকে মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা মিজান আহমেদ প্রমুখ।বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। আমাদের নেতা বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে গেছেন। তাঁর পরিবার উদ্বিগ্ন হয়ে অপেক্ষা তাঁর করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকভাবে কাজ করলে অবশ্যই তাঁকে উদ্ধার করা সম্ভব।অবিলম্বে তাঁর সন্ধান করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান দলটির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, গত দুই দশক ধরে মাঠে জমিয়তে উলামায়ে ইসলামের একজন সংগঠক হিসেবে কাজ করছেন মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী। সম্প্রতি সুনামগঞ্জ ৩ আসনে দলীয় মনোনয়নের জন্য চেষ্টা করছিলেন তিনি। মাঠে নানা কর্মসূচিও পালন করছিলেন। নিখোঁজ হওয়ার দিনও তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।হঠাৎ তিনি নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও এলাকার মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তাঁকে নানাভাবে খুঁজছি। তবে এখন পর্যন্ত তাঁর সন্ধান পাইনি।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..