বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস বহাল

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখেছে, যেখানে ২০০৪ সালের ২১ আগস্টের গুলিস্তান গ্রেনেড হামলার সব আসামিকে খালাস দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতির নেতৃত্বে ছয়জনের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে সর্বসম্মতভাবে এই রায় দেন।

২০০৪ সালের ওই হামলায় ২৪ জন নিহত এবং শতাধিক আহত হন। মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রমের পর ২০১৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে।

হাইকোর্টের পরে, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে সুপ্রিম কোর্টের এই রায় দিয়ে কার্যত মামলার দীর্ঘ Judicial প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ, এবং আসামি পক্ষে সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।

এই রায়ের মাধ্যমে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্তদের উপর আদালতের সিদ্ধান্ত চূড়ান্তভাবে স্থির হলো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102