পুলিশের সূত্র অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টায় জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে।ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হওয়া সামগ্রী দুটি একটি বেসরকারি সংগ্রহশালা থেকে অস্থায়ী প্রদর্শনীর জন্য ধার নেওয়া হয়েছিল।জাদুঘরের ওয়েবসাইট অনুযায়ী, সেখানে প্রায় ১৮ হাজার শিল্পকর্ম সংরক্ষিত আছে, যার মধ্যে লিমোজ পোরসেলিনের সবচেয়ে বড় সরকারি সংগ্রহও রয়েছে।