হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও সম্পূর্ণ সুস্থ নন। তার সুস্থতার ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান জানান, “নুরের শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। আমরা এটি যথাযথভাবে নজরে রাখছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
তিনি আরও বলেন, “নুরের উপর হওয়া হামলা শুধু ব্যক্তিগত নয়, এটি গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাই আমরা সক্রিয়ভাবে এর প্রতিকার নিশ্চিত করতে চাই।”
দলীয় সূত্রে জানা গেছে, নুরুল হকের সুস্থতার পাশাপাশি হামলার ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চাপ দেওয়া হচ্ছে যাতে দ্রুত এবং স্বচ্ছ তদন্ত সম্পন্ন হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হকের অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা সতর্ক মনোভাব দেখিয়েছেন, তবে বিস্তারিত চিকিৎসা পরিকল্পনা এখনও প্রকাশ করা হয়নি।