বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

‘আমি তার জন্য খুব কষ্ট পেয়েছিলাম’, স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের এক ব্যস্ত মার্কেটে স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন বিশ্বকর্মা চৌহান নামের এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় স্ত্রী মমতা চৌহানকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে গোরক্ষপুরের শাহপুর এলাকার জেল রোডে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিশ্বকর্মা তার হেলমেটে একটি পিস্তল লুকিয়ে রেখেছিলেন।স্ত্রীকে গুলি করার পর তিনি প্রায় ২৫ মিনিট ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে বারবার বলতে থাকেন, ‘আমি ওর জন্য খুব কষ্ট পাচ্ছিলাম।’ এরপর পুলিশ এসে তাকে আটক করে হেফাজতে নেয়।ঘটনার দিন মমতা একটি ফটো স্টুডিওতে ছবি তুলতে গিয়েছিলেন। সেই সময় বিশ্বকর্মা মোটরবাইকে করে সেখানে এসে স্টুডিওর বাইরে অপেক্ষা করছিলেন।মমতা স্টুডিও থেকে বেরিয়ে আসতেই দম্পতির মধ্যে তর্ক শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। এক পর্যায়ে রাগের মাথায় বিশ্বকর্মা পিস্তল বের করে স্ত্রীকে লক্ষ্য করে দুটি গুলি চালান। একটি গুলি মমতার বুকে এবং অন্যটি হাতে লাগে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।পরে আশপাশের লোকজন হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি।মমতা ও বিশ্বকর্মার বৈবাহিক জীবন প্রায় ১৫ বছরের হলেও গত দেড় বছর ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরপর তারা আলাদা হয়ে যান। মমতা তাদের ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে শাহপুর এলাকার গীতা ভাটিকার কাছে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি ব্যাংক রোডের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।শাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) নীরজ রাই জানান, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্বকর্মা চৌহানকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102