শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

আপিল বিভাগে অবকাশকালীন বিচারপতি মনোনয়ন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবকাশকালীন বিচারপতি হিসেবে দুইজন বিচারপতিকে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি। ৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলমান অবকাশকালে মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য এ মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি মো. রেজাউল হক অবকাশকালীন বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ৮, ৯, ১০, ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় আপিল বিভাগের ১নং চেম্বার কোর্টে শারীরিক উপস্থিতিতে শুনানি গ্রহণ করবেন।

২১ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিচারপতি ফারাহ মাহবুবকে অবকাশকালীন বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ২১, ২৩, ২৫, ২৮, ২৯ সেপ্টেম্বর এবং ৫, ৭, ৯, ১২ ও ১৪ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল বিভাগের ২নং চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

সম্প্রতি আপিল বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102