খতনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন হাজাম!
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
বগুড়া জেলা সদরের কালশিমাটি এলাকায় খতনা করার সময় পুরুষাঙ্গ কেটে যাওয়ায় মৃত্যুর মুখে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে শিশু শাওন প্রামাণিক। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুরুতর আহত শিশুর বিষয়ে থানা পুলিশ সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তাসহ রক্ত দেওয়া বা উন্নত চিকিৎসার জন্য করণীয় বিষয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।আজ দুপুর ১২টা ৫০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ সংশ্লিষ্ট ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. সুলতান মাহমুদ চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহত শিশু সার্জারি বিভাগের শিশু ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামান চৌধুরী ,‘এ ঘটনায় ওই শিশুর বাবা আবু বক্কর প্রামাণিক বাদী হয়ে ঘটনার দিন রাতেই মামলা করেন। মামলার আসামিরা হলেন- জেলা শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এলাকার হাজাম (যে ব্যক্তি খতনা করান) আনিছার রহমান (৫০) ও সদর উপজেলার কালশিমাটি মধ্যপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. দুলু (৪৫)। মামলার প্রেক্ষিতে রাতভর পুলিশ এজাহারে উল্লেখিত ২ আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে।কিন্তু তারা বাড়ি তালা দিয়ে অন্যত্র পালিয়ে গেছে। তথ্য-প্রযুক্তির ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশের দেওয়া তথ্যমতে, শিশু শাওন প্রামাণিককে খতনা করানোর জন্য গতকাল রবিবার (৩১ আগস্ট) সকালে আনিছার রহমান নামে এক হাজামকে বাড়িতে ডেকে আনেন। সকাল সাড়ে ১০টার দিকে খতনা করানোর সময় আনিছার শিশুর গোপনাঙ্গের সামনের অংশের শুধুমাত্র চামড়া না কেটে পুরুষাঙ্গের প্রায় অর্ধেক অংশ কেটে ফেলেন।এ সময় গোপনাঙ্গ থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ শুরু হলে যন্ত্রণায় চিৎকার করতে থাকে ওই শিশু। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পুরুষাঙ্গের কাটা অংশটি পকেটে নিয়ে পালিয়ে যান হাজাম আনিছার। শুধু তাই নয়, এ ঘটনায় মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তিনি ও তার সঙ্গীয় আসামি দুলু।বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামি ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।দ্রুততম সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হবে।’
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..