বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

এমপি হই আর না হই, হিন্দু ভাই-বোনদের পাশে আছি: এম কফিল উদ্দিন আহমেদ

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর উত্তরখানের মৈনারটেক শিব দুর্গা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী ও অনুদান বিতরণ করেছেন।বিশিষ্ট শিল্প,রশিদ গ্রুপ এর পরিচালক, সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বুধবার (১ অক্টোবর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমি এমপি হই আর না হই, সবসময় হিন্দু ভাই-বোনদের পাশে আছি। আমরা সবাই এ দেশের নাগরিক। সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। বিএনপি সরকারের আমলে ধর্মীয় স্বাধীনতা সবচেয়ে বেশি ছিল, ভবিষ্যতেও তা থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের জন্য যা কিছু করা দরকার তাই করবো ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত মন্দির কমিটির সভাপতি চন্ডিদাস সরকার, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকার ও রামকান্ত মেম্বারের হাতে নগদ অনুদান প্রদান করেন এম কফিল উদ্দিন আহমে। এ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিমএ রাজ্জাক, সাবেক দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন,উওর খান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মুকল সরকার,সালে মেম্বার,কাজল মেম্বার, আতিক মেম্বার উওর খান থানা যুবদল নেতা ফয়সাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের উৎসবকে আরও আনন্দমুখর করে তোলে। তারা এম কফিল উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তার পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকরা মনে করেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ আয়োজন শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে মন্দির ও শ্মশানের জন্য অনুদান প্রদান করেন এম কফিল উদ্দিন আহমেদ
আয়োজনে – রশিদ গ্রুপ

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102