বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

সারাদেশে জলাশয় রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: মৎস্য উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৫ উপলক্ষে আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “সারা দেশে জলাশয় রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব এবং দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে অবদান রাখব।”

তিনি আরও জানান, “অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” স্লোগান বাস্তবায়নে দেশের মৎস্যজীবীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলেন, সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে তাদের পাশে থাকবে।

র‌্যালি শেষে তিনি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন। এ সময় তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করেন এবং মেলায় মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে বলেও জানান।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। মেলায় মৎস্য অধিদপ্তর, বিএফডিসি, বিএফআরআইসহ ২২টি প্রতিষ্ঠান ২৫টি স্টল নিয়ে অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিবরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও মৎস্যজীবীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102