জেলা ছাত্রদল নেতা সুলতান বাপ্পী, যিনি ছাত্রলীগ-যুবলীগের হামলার ফলে দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন, তার উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে বাপ্পীকে পরিবারের লোকজন ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
জানা যায়, বাপ্পী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মসজিদে মিলাদ মাহফিল আয়োজনের পর দফায় দফায় ছাত্রলীগ-যুবলীগের হামলার শিকার হন। এতে গুরুতর আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তারেক রহমান বিষয়টি নজরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন।
বাপ্পীর ভাই ছোলায়মান জানিয়েছেন, ২০২১ সালের হামলার পর তার শারীরিক ও মানসিক অবস্থা ভেঙে পড়ে। পরিবার জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, “তারেক রহমান সব খোঁজখবর নিয়ে তাকে ঢাকায় এনে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ছাত্রদল তার অনুসারে কাজ করছে।”
সুলতান বাপ্পীর চিকিৎসা সম্পন্ন হলে আশা করা হচ্ছে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা নিতে পারবেন।