বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

অন্তর্বর্তী সরকার চীনের অর্থায়নে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে চীনের কাছ থেকে ৬ হাজার ৭০০ কোটি টাকার ঋণ সহায়তা চেয়ে ইতোমধ্যেই চিঠি দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর থেকে এ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া গতি পায়।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “তিস্তা প্রকল্প চীনের ঋণে বাস্তবায়নে বর্তমান সরকারের আগ্রহ রয়েছে। চীনও এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। দুই পক্ষের সম্মতির ভিত্তিতেই প্রকল্পটি অগ্রসর হচ্ছে।”

প্রকল্পটির পূর্ণ নাম ‘কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট’, যা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হিসেবে পরিচিত। বহুল আলোচিত এ পরিকল্পনা জনপ্রিয়ভাবে “তিস্তা মহাপরিকল্পনা” নামে পরিচিত।

প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নাব্যতা রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি সেচ ও পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ভূ-রাজনীতি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও এ প্রকল্পের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102