রাজশাহীতে ভাঙা রেললাইনের ওপর পাটের বস্তুা ব্যবহার করে ট্রেন চলাচল করছে, ফলে শহর ও পার্শ্ববর্তী এলাকায় যাওয়া-আসা করা ট্রেনগুলো ধীরগতিতে চলছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা নজরে এসেছে।
স্থানীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে রেলওয়ের কর্মীরা রেললাইন ভাঙা দেখতে পান এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। ঘটনাস্থলে পৌঁছানো রেলওয়ের কর্মীরা জানান, রেললাইন মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে। তবে ছোট অংশে ভাঙা রেললাইনের টপ প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই পরিস্থিতিতেও বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস এবং লোকাল মেইল ট্রেনগুলো চলাচল করছে। ট্রেনগুলোকে পাট বসিয়ে ধীরগতিতে চালানো হচ্ছে যাতে দুর্ঘটনার সম্ভাবনা কমানো যায়।
এদিকে একই দিনে নাটোরের লুকমানপুর স্টেশন এলাকায়ও রেললাইন ভেঙে যায়। সেখানে একইভাবে পাটের বস্তুা ব্যবহার করে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এই বিষয়ে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
নিরাপত্তা ও যাত্রী সুবিধার স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।