রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ত্রাস সৃষ্টি করা কুখ্যাত ছিনতাই চক্রের প্রধান বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল (২৯) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক একটার দিকে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে সংস্থাটির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিল্লাল সাভারের শামলাপুর এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া বিল্লাল দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় চাপাতি ও ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই করে আসছিল। স্থানীয় এলাকাবাসীর কাছে সে ছিল এক আতঙ্কের নাম।
সিটিটিসি কর্মকর্তারা আরও জানান, বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের মোট ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে থাকা এই আসামিকে ধরতে বিশেষ অভিযানের প্রয়োজন হয়।
গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে সিটিটিসি।