বলিউডের বাদশা শাহরুখ খান সম্প্রতি অনুষ্ঠিত ‘আস্ক এসআরকে’ সেশনে ভক্তদের সঙ্গে সরাসরি কথোপকথনে অংশ নেন। হাজারো প্রশ্নের ভিড়ে কিং খান একে একে সব প্রশ্নের চমকপ্রদ উত্তর দেন। সেশনের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে এক ভক্তের অবসর সংক্রান্ত প্রশ্নে। ওই প্রশ্নের জবাবে শাহরুখ হঠাৎ থমকে যান এবং বুদ্ধিদীপ্তভাবে লেখেন, “ভাই, যখন আপনার প্রশ্নের শৈশব শেষ হবে, তখন ভালো কিছু জিজ্ঞাসা করবেন। ততক্ষণ পর্যন্ত অস্থায়ী অবসর নিয়েই থাকুন প্লিজ।”
শাহরুখের স্বভাবসুলভ ও মজাদার এই জবাব ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এছাড়া, ভক্তরা আরিয়ান খানের নতুন নেটফ্লিক্স সিরিজ সম্পর্কেও আগ্রহ দেখান। শাহরুখ জানান, “ছেলে কাজ করছে, বাবা অপেক্ষা করছেন।” এরপর নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়, সিরিজের প্রথম লুক আগামীকাল প্রকাশিত হবে এবং এটি ভাইরাল হয়ে যায়।
শাহরুখ খানের এই সেশন আবারও প্রমাণ করল, অফস্ক্রিনেও তার রসবোধ, বুদ্ধি ও ভক্তের সঙ্গে আন্তরিক সংযোগ অতুলনীয়।