বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করেই সমাধান করব: আমিনুল হক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “গত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যে দুঃশাসন আপনারা প্রত্যক্ষ করেছেন, সেই সময়ে আপনাদের পাশে দাঁড়ানোর মতো কেউ আসেনি। অবৈধ সংসদ সদস্যরাও কখনো আপনাদের সঙ্গে এভাবে মতবিনিময় করেননি। অথচ আমি কোনো ক্ষমতায় নেই—শুধু এলাকার সন্তান ও রাজনৈতিক কর্মী হিসেবে, দলের দায়িত্ববোধ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান যা সম্ভব আমি করব, আর যেগুলো এখন করা সম্ভব নয়—ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সেগুলো সমাধান করা হবে।”

সোমবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় বাউনিয়াবাধ ডি- ব্লক ৫ নং ওয়ার্ড স্হানীয় বাসীদের আয়োজনে আয়োজিত উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

জনগণের পাশে থাকার অঙ্গীকার করে
আমিনুল হক বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই ও আপনাদের বন্ধু। আপনাদের সমস্যাকে নিজের সমস্যা ভেবেই সমাধানের চেষ্টা করব। নির্বাচনের পরে যদি বিএনপি বিজয়ী হয়, তাহলে এই এলাকার মসজিদ, ঈদগাহ, খেলার মাঠ, পানি, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, গ্যাসসহ প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”

ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অবকাঠামো উন্নয়ন এর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমাদের ঈদগাহ মাঠগুলো সংস্কার করতে হবে, মসজিদগুলো সংস্কার করতে হবে। ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে যদি আমরা সবাই এগিয়ে আসি, তাহলে এসব কাজ সহজেই করা সম্ভব।”

যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সমস্যার সমাধানে যদি দলের কোনো নেতা বা কর্মী এগিয়ে না আসে, তবে সরাসরি আমাকে জানান। যে নেতা জনগণের সমস্যাকে গুরুত্ব দেয় না, আমার কাছে তার কোনো মূল্য নেই। আমি এমন নেতাকেই দায়িত্ব দিতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করবে।”

শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে অঙ্গীকার করে
এসময় তিনি স্থানীয় স্কুল-কলেজগুলোর নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, আনিসুর রহমান,মোকছেদুর রহমান আবির, মোতালেব হোসেন হাওলাদার, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসলাম গাজী, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102