বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

শ্রমিক লীগ ঢাকা উত্তর সভাপতিকে গ্রেফতার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবির (৪৮)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

জানা যায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এ শীর্ষ নেতার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। অবশেষে রাতের আঁধারে পরিচালিত সফল অভিযানে হুমায়ুন কবিরকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102