বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

চাঁদাবাজদের উৎপাত বন্ধে চট্টগ্রামের ডিসিকে চিঠি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানের বাল্কহেড ড্রেজার জিম্মি করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। 

এ চাঁদাবাজি বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন রাঙ্গুনিয়ার পোমরা মৌজার কর্ণফুলী নদীর বালু অপসারণের কার্যাদেশ পাওয়া আহমদ মোস্তফা। রোববার জেলা প্রশাসন কার্যালয়ে এ চিঠি দেওয়া হয়।

আহমদ মোস্তফা চিঠিতে জানান, গত ৩ জুলাই কর্ণফুলী নদীর পানি স্বাভাবিক রাখার স্বার্থে নদী থেকে বালু বা মাটি অপসারণের কার্যাদেশ পেয়েছেন তিনি। এরপর থেকে রাঙ্গুনিয়ার পোমরা মৌজার কর্ণফুলী নদী এলাকা থেকে বালু ড্রেজিং এর মাধ্যমে অপসারণ করছিলেন।

সম্প্রতি কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া থেকে বালু উত্তোলন করে যাতায়াতের সময় বিভিন্ন পয়েন্টে সশস্ত্র সন্ত্রাসীরা বাল্কহেড ড্রেজারের মাঝিদের কাছে নির্দিষ্ট অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের মারধর করে মোবাইল ও নৌকার বিভিন্ন সরঞ্জাম কেড়ে নেয়। এছাড়া বাল্কহেড ড্রেজারগুলো ডুবিয়ে দিচ্ছে সন্ত্রাসীরা।

বর্তমানে সন্ত্রাসীদের উৎপাতে নদী থেকে বালু অপসারণ কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে বালু অপসারণে জড়িত মালিক ও শ্রমিকরা  নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কর্ণফুলী নদী ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে নৌ-পুলিশ ও কোস্টগার্ড নিয়োজিত করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন আহমদ মোস্তফা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102