বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

কারিগরি-মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিশেষ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (১৮ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে এসব নিয়োগ ও বদলির কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলীকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের মাধ্যমে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও একই বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এর পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে বদলি করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মো. আব্দুল মান্নানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আমেনা বেগমকে বদলি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102