বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কক্সবাজারে আগামী ২৫ আগস্ট থেকে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যার মূল লক্ষ্য রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং তাদের জন্য তহবিল বৃদ্ধিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পুনরায় সক্রিয় করা। ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধান ছাড়াও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত, বিদেশে বাংলাদেশের মিশন ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন। ২৪, ২৫ ও ২৬ আগস্টের এই তিনদিন আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও শরণার্থী শিবির প্রদর্শনীর আয়োজন থাকছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, কক্সবাজার সম্মেলন জাতিসংঘের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বৃহত্তর আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতির অংশ। বিশ্বের ১০৬টি দেশ ইতোমধ্যেই এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। কক্সবাজারে আলোচনার ভিত্তিতে নিউইয়র্ক ও দোহায় আগামী সম্মেলনের জন্য প্রাথমিক অবস্থানপত্র প্রণয়ন করা হবে।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের দীর্ঘ আট বছরের সংকটের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মনোযোগ পুনরুদ্ধার এবং তাদের মানবিক ও রাজনৈতিক সমাধানের উদ্যোগ হিসেবে কক্সবাজার সম্মেলনকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102