মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি করবে ৫০ হাজার ফ্রিল্যান্সার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আমরা ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করতে চাই বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করছে।

আজ সোমবার (১৮ আগস্ট) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী। সঞ্চালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীন। কো-অর্ডিনেটর ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট ড. মো. হায়দার আলী।

এসময় সাইবার সেফটি গেমসের উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102