বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

ডিপ্লোমা প্রকৌশলীদের এক দাবি ‘দ্রুত পেট্রোবাংলা পরীক্ষা’

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন (Diploma Engineers’ Welfare Foundation) আজ (১৭ই আগস্ট) রাজধানীর উত্তর দিয়াবাড়ি মোড়ে একটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিশিষ্ট ব্যক্তি, ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ডিপ্লোমা প্রকৌশলীরা পেট্রোবাংলার স্থগিত সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজনের দাবি জানিয়ে প্রধান কয়েকটি দাবি উত্থাপন করেন। তাদের দাবির মধ্যে ছিল: বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের দ্বারা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি কটুক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগ, উপ-সহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে ১০০% পদোন্নতি নিশ্চিত করা এবং ১৯৮৪ সালের সরকারি আদেশ অনুযায়ী নিম্নতম পদে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ বন্ধ করা।

প্রেস বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশন জানিয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (DMTCL) স্থগিত সেকশন ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার প্রতিবাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত অধ্যাদেশ রক্ষা করা। বক্তারা আরও উল্লেখ করেছেন, দেশের বিদ্যুৎ, তেল-গ্যাস, শিল্প ও নির্মাণ খাতে ডিপ্লোমা প্রকৌশলীরা বিদেশেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেছেন, সরকার তাদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও মর্যাদা রক্ষা করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102