বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

কালচারাল ফ্যাসিস্টদের উত্তরা শুটিং করতে দিবে না ছাত্র-জনতা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

১৫ আগস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শোকগাথা’ লিখে বিতর্কিত অবস্থান নেওয়ায় দেশের একাধিক তারকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র-জনতা। তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদকে সাংস্কৃতিকভাবে পুনর্বাসনের অভিযোগ আনা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত প্রতীকী জুতাপেটা কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা নায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শমী কায়সার, মেহের আফরোজ শাওনসহ বহু শিল্পীর ছবি প্রদর্শন করে প্রতিবাদ জানায়। তালিকায় আরও ছিলেন সাংবাদিক, লেখক, শিক্ষক, ক্রিকেটার সাকিব আল হাসান ও সংগীতশিল্পী রাহুল আনন্দসহ বিভিন্ন পেশার কয়েকজন পরিচিত মুখ।

জুলাই বিপ্লব-সমর্থিত সংগঠনগুলোও বিষয়টিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ ঘোষণা দিয়েছে, যারা ১৫ আগস্ট শোকপোস্ট বা বার্তা দিয়েছেন, তারা উত্তরায় অবাঞ্ছিত। ছাত্র-জনতা ও বিপ্লবপন্থীরা সিদ্ধান্ত নিয়েছে, এসব তারকাকে সেখানে শুটিং করতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় দেশের টিভি নাটকের বড় অংশের শুটিং হয়। তবে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ বিরুদ্ধে নতুন এই অবাঞ্ছিত ঘোষণায় ওই এলাকার শুটিং কার্যক্রম আবারও অনিশ্চয়তায় পড়ল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102