শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

রাশিয়ার শক্তি বিশাল; ইউক্রেনের উচিত সমঝোতা করা: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতায় যাওয়া, কারণ রাশিয়া একটি বিশাল শক্তি, অথচ ইউক্রেন তেমন নয়। শুক্রবার বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি আছেন যদি কিয়েভ পুরো দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয়। তবে জেলেনস্কি এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন।

ট্রাম্প আরও বলেন, শুধু যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তিই যুদ্ধ থামানোর একমাত্র সমাধান। তার দাবি, পুতিনের সঙ্গে এ বিষয়ে তার ‘মূলত একমত’ হয়েছে এবং একটি চুক্তির কাছাকাছি পৌঁছানো সম্ভব। অন্যদিকে জেলেনস্কি জানান, রাশিয়ার অনিচ্ছার কারণে স্থায়ী শান্তির পথে বাধা সৃষ্টি হচ্ছে।

ওয়াশিংটনে সোমবার দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ইউরোপীয় নেতারাও যোগ দিতে পারেন। এদিকে ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানালেও তারা ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার ঘোষণা দিয়েছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পূর্ণাঙ্গ আগ্রাসন চালাচ্ছে এবং এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত, যেখানে হাজারো বেসামরিক ইউক্রেনীয়সহ উভয় পক্ষের বিপুল প্রাণহানি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102