বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

তাকে বুকে লালন করি: ইধিকা পাল

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে বাংলাদেশে প্রথম অভিষেক হয় তার। বিপরীতে ছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এরপর কলকাতায় ইধিকা অভিনীত ‘খাদান’ মুক্তি পায়। এ সিনেমা দিয়েও কলকাতার সিনেপ্রেমী দর্শকের মন জয় করে নেন তিনি।

এতে তার বিপরীতে ছিলেন দেব। পরে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাটি। এ সিনেমাটি ব্যবসা সফল হয়। অর্থাৎ ইধিকা অভিনীত তিনটি সিনেমা ‘প্রিয়তমা’, ‘খাদান’ ও ‘বরবাদ’ ব্যবসা সফল।

তবে ইধিকা অনুপ্রাণিত হয়েছেন ভারতীয় লেডি সুপারস্টার শ্রীদেবী থেকে।

যা নিয়ে তিনি বলেন, ‘ভারতের সিনেমার এক কিংবদন্তির নাম শ্রীদেবী। কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। জন্মদিনে তারই প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তিনি সবসময় আমার মনে মননে আছেন। কারণ তিনিই আমার অভিনয়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

জানি তার মতো হওয়া কোনোদিনও সম্ভব নয়, কারণ তিনি অদ্বিতীয়া। তারপরও তাকে বুকে লালন করে, ধারণ করে এগিয়ে চলাটাও আমার জন্য অনেক প্রশান্তির।

তিনি মহান, অনেক বড় একজন তারকা। যদি তিনি বেঁচে থাকতেন আর যদি কোনো সিনেমায় তার সঙ্গে একটি দৃশ্যের যদি অভিনয় করার সুযোগ পেতাম—সেটাই হতো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার প্রিয় এই মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102