বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

অতীশ দীপঙ্করে সিএফসি ২০২৫ ট্রফি উন্মোচন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

১৭ আগস্ট (রবিবার) অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে উন্মোচিত হলো বহুল প্রতীক্ষিত ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প (সিএফসি) সিজন-১ এর ট্রফি। দেশব্যাপী ২৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই ট্রফি ট্যুরের মাধ্যমে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুল কাইয়ুম সরদার, সহযোগী অধ্যাপক ও প্রক্টর শারমিন আক্তার এবং এডাস্ট স্পোর্টস কমিটির মেম্বার সেক্রেটারি প্রভাষক মোঃ ফয়জুল হাসানসহ শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়রা। ট্রফি উন্মোচনের মুহূর্তে করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

শুধু ট্রফি উন্মোচনই নয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা গেমস ও সাংস্কৃতিক কার্যক্রমে দিনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সিএফসি সিজন-১ তরুণদের মাঝে ফুটবলের প্রতি ভালোবাসা, ঐক্য ও উদ্দীপনা ছড়িয়ে দেবে।

টুর্নামেন্টের স্পনসর ও সহযোগী স্পনসর হিসেবে ছিলেন বুলডোজার্স, এক্টিভ প্লাস, টিকিটো, গিগাবাইটস, উত্তরা মোটরস, কান্ট্রিসাইড, মিকলো, ওয়ান পার্সেন্ট ও ইউনাইটেড হেলথ কেয়ার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102