খোলা আকাশ, প্রাকৃতিক দৃশ্য আর নগরজীবনের নানান গল্প—সব মিলিয়ে আজ ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার বিকেলে উত্তরা দিয়াবাড়ি পরিণত হয়েছিল এক অনন্য ‘রিপোর্টিং ল্যাব’-এ।
রাজধানী উত্তরার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজন করেছিল মাঠপর্যায়ে হাতে-কলমে রিপোর্টিং প্র্যাকটিস সেশন। যেখানে শিক্ষার্থীরা সরেজমিনে তথ্য সংগ্রহ থেকে শুরু করে তাৎক্ষণিক প্রতিবেদন তৈরির পুরো প্রক্রিয়া হাতে কলমে প্রশিক্ষণ দেন বিভাগীয় শিক্ষকরা।
প্রশিক্ষণ পরিচালনা করেন বিভাগের কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ এবং লেকচারার কেয়া বোস। প্রশিক্ষণে শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, ফটো ও ভিডিও শুট, এবং দ্রুত প্রতিবেদন লেখার কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণের বিষয় ছিল- দিয়াবাড়ির খোলা প্রাকৃতিক জায়গা: নগরবাসীর ফুসফুস নাকি বাণিজ্যিক স্থাপনার টার্গেট? ফটোশুট ও ভিডিও শুটের নতুন হটস্পট হিসেবে দিয়াবাড়ি, বিকেলের আড্ডা: নাগরিক সম্পর্কের উষ্ণ গল্প, দর্শনার্থীদের চোখে দিয়াবাড়ি: বিনোদন নাকি ভোগান্তি ও দিয়াবাড়ির স্ট্রিট ফুড কালচার: স্বাদ, স্বাস্থ্য ও নিরাপত্তা।
জানা যায়, প্রশিক্ষণে শিক্ষার্থীরা ব্যক্তিগত ও গ্রুপভিত্তিকভাবে এই বিষয়গুলো নিয়ে মাঠে তথ্য সংগ্রহ করেন, ছবি ও ভিডিও ধারণ করেন এবং তাৎক্ষণিক প্রতিবেদন লিখে জমা দেন।
শিক্ষক জুবায়ের আহমেদ বলেন, “তত্ত্বের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের মাঠে নিয়ে এসেছি। এতে তারা পেশাগতভাবে আরও আত্মবিশ্বাসী হবে।”
প্রশিক্ষক কেয়া বোস বলেন, “প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের শেখাকে পূর্ণতা দেয়। আজকের সেশনও সেই ধারাবাহিকতার অংশ।”
শিক্ষার্থী শান্ত জানান, “আজকের অভিজ্ঞতা অসাধারণ। সরাসরি মাঠে গিয়ে শিখতে পারায় রিপোর্টিং এখন অনেক সহজ মনে হচ্ছে।”
সাংবাদিকতা শিক্ষার্থীদের মানোন্নয়নে এ ধরনের মাঠপর্যায়ের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।