বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

আজ শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আজ সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে দিনটি পালন করছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল পলাশীর মোড় থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি উপস্থিত থাকবেন।

১৯ আগস্ট বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ১৪ থেকে ১৭ আগস্ট চার দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102