বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু, স্বামী আহত

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজবাড়িতে ফেরার সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনার ঘটে।নিহত ওই নারী উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। নিহত নারী  হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টা মাধবপাড়া এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।বিরামপুর থানার ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত নারীর স্বামী গোলাম রব্বানী জানান, আজ শুক্রবার সকালে দেড় বছরের শিশু রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলার ধানঘরা এলাকায় নিজবাড়িতে যাচ্ছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটো রিকশার ধাক্কা লেগে স্ত্রী ও সন্তান রাস্তার মাঝে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলেই স্ত্রী কোহিনুর বেগম ও ছেলে কাইফের মৃত্যু হয়।বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102