মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

বাজারে বেগুনের কেজি ২০০ টাকা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
গত কয়েকদিন ধরে দেশজুড়ে বৃষ্টি হওয়ায় রাজধানীর বাজারগুলোতে কমেছে সবজির সরবরাহ। ফলে দু-একটি সবজির দাম গিয়ে ঠেকেছে ২০০ টাকার পর্যন্ত। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে। আবার কোনোটির দাম সেঞ্চুরি ছাড়িয়েছে।সেই সঙ্গে বেড়েছে ডিমের দামও। সব মিলিয়ে নিত্যপণ্য কিনতে গিয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। ক্রেতারা বলছেন, সপ্তাহখানেক আগে যেসব সবজির দাম ৬০ টাকার ঘরে ছিল, এখন এসব সবজি ৮০ থেকে ১০০ টাকায় কিনতে হচ্ছে। আবার দু-একটি সবজি দাম ২০০ টাকা পর্যন্ত।ফলে স্বল্প আয় দিয়ে নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এদিকে বিক্রেতারা বলছেন, টানা কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। ফলে কৃষকরা ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না। যে কারণে সরবরাহ কমে গেছে।আর এর প্রভাব পড়েছে দামে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লম্বা শিমের কেজি এখন ৮০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৯০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, করোলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৯০ টাকায়, প্রতি কেজি শসা ১০০ টাকা, বেগুন (লম্বা) ২০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২৮০ টাকা ও গাজর প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে। মানভেদে একমুঠো লাউ শাকের দাম ৪০ থেকে ৫০ টাকা, পুঁইশাক ৩০ থেকে ৪০ টাকায়।দুই-তিন সপ্তাহ আগে এই দুই ধরনের শাকের দাম ৫-১০ টাকা করে কম ছিল। অন্যান্য শাকের মধ্যে ডাঁটাশাক ৩০ টাকা, লালশাক ২০-৩০ টাকা এবং পাট, কলমি, কচু ও ঢেঁকিশাক ১৫ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া একটি কচুর ডাঁটা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।পেঁয়াজ-রসুনের বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয় পেঁয়াজের কেজি এখন ৮৫ থেকে ৯০ টাকা, যা এক সপ্তাহ আগেও ৫৫ থেকে ৬০ টাকা ছিল। আদা কেজি ১৮০ থেকে ২৮০ টাকা, আর রসুন ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি ডিমের দামও ঊর্ধ্বগতি। ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়, হাঁসের ডিম ডজনপ্রতি ২৪০ টাকা। মাংসের বাজারে গরুর মাংস কেজি ৭৪০ টাকা, খাসির মাংস কেজি ১১০০ টাকা। দেশি মুরগির কেজি ৬০০ থেকে ৬২০ টাকা, ব্রয়লার মুরগি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম চড়া। বড় ইলিশ কেজি ২৪০০ থেকে ২৫০০ টাকা, ছোট ইলিশ ১৫০০ থেকে ১৮০০ টাকা, বড় রূপচাঁদা ১৬০০ টাকা, ছোট রূপচাঁদা ১০০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৭০০ থেকে ৮০০ টাকা, পাঙ্গাস ৬০০ টাকা, বোয়াল ৯০০ টাকা, তেলাপিয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুর-৬ বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, সব কিছুর দাম বাড়ছে, কিন্তু আয় বাড়ে না। বাজারে এক হাজার টাকা নিয়ে এলেও ঠিক মতো কোনো কিছু মেলে না।

আরেক ক্রেতা বলেন, একটু বৃষ্টি হলেই দাম আকাশছোঁয়া হয়ে যায়। মনে হয়, দাম বাড়ানোর জন্যই অনেকে আবহাওয়ার সুযোগ নেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102