বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

ছোট্ট একটা অনুরোধ করি : প্রভা

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মডেলিংয়ের মধ্যদিয়ে ২০০৫ সালে শোবিজে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। এরপর কাজ করেন অসংখ্য নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে। বর্তমানে এই অভিনেত্রী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আর সেখান থেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের গড়ে তুলছেন।

অভিনয়ে এখন আর খুব একটা সরব নন প্রভা। তবে তাকে নিয়মিতই পাওয়া যায় সামাজিক মাধ্যমে। কাজ, ব্যক্তিজীবন বা নানা ইস্যুতে প্রায়ই কথা বলে থাকেন।

তারই ধারাবাহিকতায় এবার প্রভা বাবা-মাদের কাছে অনুরোধ করলেন, নিজ সন্তানকে নিয়ে অন্যদের কাছে অভিযোগ বা সমালোচনা না করার।

গত বুধবার এক ফেসবুক পোস্টে প্রভা লিখেছেন, ‘ছোট্ট একটা অনুরোধ করি- নিজের সন্তানকে নিয়ে কখনও অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না…, এমনকি আপনার আপন ভাই-বোন, বাবা-মা বা ঘনিষ্ঠ কারো সাথেও না।

একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে, যখন সে জানতে পারে তার বাবা-মা অন্যের কাছে তার সমালোচনা করে, নেগেটিভ কথা বলে, তাকে নিয়ে হতাশা প্রকাশ করে!’

তিনি আরও বলেন, আজ যার কাছে আপনি সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ করছেন, হতাশা ঝাড়ছেন- সেই মানুষটিও হয়তো তার নিজের সন্তান নিয়ে আরো বেশি হতাশ! তিনি হয়তো আপনাকে তার সন্তান সম্পর্কে কখনও কিছু বলেন না, কারণ তিনি এতটা বোকা নন তার সন্তানকে আপনার সামনে ছোটো করবে, তিনি জানেন- নিজের সন্তানকে অন্যের সামনে ছোট করা এক ধরনের নির্মমতা।

মনে রাখবেন সন্তান আর বাবা-মায়ের সম্পর্কটা কখনও স্বার্থের নয়।’

বাবা-মাকে সন্তানের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রভা লিখেছেন, ‘প্রত্যেকটা সন্তানই আলাদা, ভিন্ন চিন্তা-ভাবনার, ভিন্ন স্বপ্নের মানুষ। আপনার চিন্তার সাথে মিল না হলেই কি তাকে খারাপ বলা যায়?

একটা সুস্থ মন-মানসিকতার সন্তান কখনও চায় না তার বাবা-মা অন্যের সামনে ছোট হোক, তেমনি একজন সুস্থ মানসিকতার বাবা-মা কখনও তাদের সন্তানকে অন্যের সামনে হেয় করেন না।

তাকে শুধরে দেওয়ার অনেক পথ আছে- তবে সেই পথ যেন ভালোবাসা আর সম্মানের হয়। তাকে গড়ুন, ভাঙবেন না। পাশে থাকুন, প্রকাশ্যে নয়- ভেতরে ভেতরে শক্তি দিন। সন্তান আপনার আয়না নয়, সে আপনার উত্তরসূরি- তাকে ভালোবাসুন, বুঝুন, এবং সবচেয়ে বড় কথা তাকে সম্মান দিন।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102