বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।
গণতন্ত্রের প্রতি আপসহীন নেত্রী, দেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আব্বাস উদ্দিন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি দেশের মানুষকে গণতন্ত্রের স্বাদ এনে দিয়েছিলেন। আজ দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর মতো একজন নেত্রীর সুস্থ ও দীর্ঘ জীবন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে দেশবাসীকেও তাঁর জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”