শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বিদায় নিলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহফুজা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণরত শিক্ষিকা মাহফুজা আক্তার। তিনি বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডাক্তাররা জানান, ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় ঘটানো বিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা আক্তারের শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ ক্ষত স্থানে ছড়িয়ে পড়া ইনফেকশনের কারণে তার জীবননাশের ঝুঁকি বেড়ে যায়। মেডিকেল বোর্ডের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাহফুজার দগ্ধ আঘাত গুরুতর ছিল। এখনও ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকে এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102