বুফ্ট মডেল জাতিসংঘ ২০২৫-এর প্রারম্ভিক অনুষ্ঠানে সকাল ১১টায় পবিত্র কুরআনের পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জুলাই বিপ্লবের শহীদদের ও মাইলস্টোন ট্র্যাজেডির সম্মানে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারুক হাসান, চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টি, বুফ্ট। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম কফিল উদ্দিন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর, রশিদ গ্রুপ, আরভিটিশন-০১-এর চেয়ারম্যান ও সভাপতি, বাংলাদেশ ক্লাব। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডা. আইয়ুব নবী খান, বুফ্ট; জিপি ক্যাপ্টেন এ এন এম রাফিকুল আলম, এনডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত); এবং ছাত্র কল্যাণ পরিচালক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়। বক্তৃতায় জনাব এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “বিশ্বব্যাপী বিভাজন সমাধানের জন্য টেকসই শান্তি ও ব্যাপক সুরক্ষার সন্ধানে সমবেদনা, কূটনীতি এবং সংহতি সমন্বয় করা উচিত।”