বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

আদিবা: এক ছোট্ট প্রাণ বাঁচানোর আহ্বান

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ডে শুয়ে আছে ৮ বছরের ছোট্ট আদিবা। বয়সের তুলনায় তার জীবন এখন অনেক কঠিন—স্কুলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা বা পড়াশোনার বদলে প্রতিদিন তাকে লড়তে হচ্ছে মরণব্যাধি ব্লাড ক্যানসারের সঙ্গে। অসহনীয় যন্ত্রণা আর দীর্ঘ হাসপাতাল জীবনের মধ্যেও চোখে এখনো আছে বাঁচার স্বপ্ন।

আদিবার বাবা নেই। মা শিরিনা উত্তরখানের একটি ওয়াশিং ফ্যাক্টরিতে অল্প বেতনের চাকরি করতেন, সেই আয়ে দুই মেয়ের সংসার চলতো কোনো রকমে। কিন্তু মেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চাকরিও ছেড়ে দিতে হয়েছে। এখন চিকিৎসার বিপুল খরচ মেটানো তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা আদিবার দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলেন মা। অসহায় এই মায়ের একটাই স্বপ্ন—যে কোনোভাবে মেয়ে যেন সুস্থ হয়ে আবার স্কুলের বেঞ্চে ফিরতে পারে, হাসিমুখে বই হাতে নিতে পারে।

চিকিৎসকরা বলছেন, সময়মতো সঠিক চিকিৎসা পেলে আদিবা সুস্থ হতে পারে। কিন্তু এজন্য প্রয়োজন অর্থ ও দ্রুত চিকিৎসা সেবা। তাই সহৃদয় ও দয়ালু মানুষের সহযোগিতা এখন তাদের একমাত্র ভরসা।

সহায়তার উপায়:
📞 যোগাযোগ:
শিরিনা (মা): 01305139974
শাকিবুল হাসান: 01716503590
📍 সরাসরি দেখতে চাইলে: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পুরাতন ভবন, ২০৮ নম্বর ওয়ার্ড।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102